পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য সহ এক পল্লী চিকিৎসকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খবর পেয়ে আটককৃত পল্লী চিকিৎসকের মুক্তির দাবীতে এলাকাবাসী থানায় এসে বিক্ষোভ করে।
জানা গেছে,শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া দশ টায় পার্বতীপুর উপজেলার ফকিরের বাজারে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে টহলরত সেনা সদস্যরা পল্লী চিকিৎসক সাদাপ ইবনে মাসুদ রকেটকে আটক করে এবং তাঁর দোকানে নিয়ে দোকান তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও টাফেন্টটা ট্যাবলেট উদ্ধার করে। একই দিন রাতে সেনা সদস্যরা মাদক দ্রব্য সহ আটককৃত পল্লী চিকিৎসকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেন। ঘটনাটি জানতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষ। আটককৃত পল্লী চিকিৎসকে মুক্ত করতে রাতেই মানুষ হাজির হন থানায়।
জানা যায়,শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কয়েক শত মানুষ থানায় সমবেত হয়ে ওই পল্লী চিকিৎসকের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভ কারীরা বলেছেন,ডাঃ রকেট সম্প্রতি সুদখোর কামু ও তার পিতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাঁকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে শনিবার দুপুরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার রাতে সেনাবাহিনীর সদস্যরা মাদক দ্রব্য সহ রকেট নামে এক পল্লী চিকিৎসককে থানায়
সোপর্দ করেছেন। এলাকাবাসী থানায় এসে তাঁর মুক্তির দাবী জানিয়েছেন। অবশ্যই ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তিনি আরও বলেন,মাদক দ্রব্য সহ আটককৃত পল্লী চিকিৎসককে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply