মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

পার্বতীপুর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৯ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা চেয়াম্যান ও আ’লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন। শপথ শেষে নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।পার্বতীপুরের ০৮ টি ইউনিয়নের যে সকল চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেন- তারা হলেন,

১নং ইউনিয়ন (বেলাইচন্ডি): নূর মোহাম্মদ রাজা (নৌকা), ২নং ইউনিয়ন (মন্মথপুর): ওয়াদুদ আলী শাহ (নৌকা), ৫ নং ইউনিয়ন (চন্ডিপুর):মজিবর রহমান (নৌকা), ৬ নং ইউনিয়ন (মমিনপুর):নজরুল ইসলাম (আনারস, স্বতন্ত্র), ৭ নং ইউনিয়ন (মোস্তফাপুর) (আনারস, স্বতন্ত্র), ৮নং ইউনিয়ন (হাবড়া): আনিছুর রহমান (নৌকা), ৯নং ইউনিয়ন (হামিদপুর): রেজওয়ানুল হক (নৌকা) ও ১০নং ইউনিয়ন (হরিরামপুর): মুজাহিদুল ইসলাম সোহাগ। (নৌকা)। পরে নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষর ও শিশু শ্রম বন্ধে খেয়াল রাখবেন। ইউনিয়নের সর্বসাধারনকে সচেতন করা আপনাদের দায়িত্ব। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com