বজ্রকথা প্রতিবেদন- সুলতান আহমেদ সোনা।- বিট্রিশ যুগে রংপুরের পীরগঞ্জ থানা সদরে প্রতিষ্ঠিত প্রথম পাঠশালা আজকের পীরগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯০৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল, আজকে যেখানে কসিমন নেছা বালিকা বিদ্যালয়টির অবস্থান সেই মাঠে।
পরে এই বিদ্যালয়টি স্থানীয় বিশিষ্ঠজনদের দানকরা ৩৬ শতাংশ জমিতে স্থান্তর করা হয়। এক সময় থানা সদরের গড়ে ১০ কিলো মিটার এলাকার পড়ুয়ারা এখানে লেখা পড়া করতে আসতেন। এলাকার অসংখ্য শিশু কিশোর কিশোরীদের বিদ্যাশিক্ষার হাতে খড়ি হয়েছে এই পাঠশালায়।
প্রতিষ্ঠানটি ব্রিটিশ যুগ, পাকিস্তানী আমল এবং স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পার করলেও স্কুলটির তেমন কোন উন্নয়ন আমাদের চোখে পড়েনি। বর্তমানে এ উপজেলায় যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে এই পাঠশালায় শিক্ষার্থীর সংখ্যা সবচে বেশী। এখানে ৪১৪ জন ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে।
শিক্ষার্থীদের পাঠদান কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন ১৩ জন শিক্ষক। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লাইলী বেগম। অন্যান্য সহকারী শিক্ষকরা হলেন, মোঃ হযরত আলী, মো: সুলতান মাহমুদ, মোছাঃ শামীমা সুলতানা, মোঃ মোস্তাফিজার রহমান, মোছাঃ জাহানারা পারভীন, মোঃ মুকিত প্রধান, মোছাঃ কানিজ ফাতেমা, মোছাঃ ফেরদৌসী আরা, মোছাঃ ছালমা আকতার, মোছাঃ শামসুন্নাহার বেগম, মোছাঃ দিলআরা পারভীন, মোছাঃ রেহানা পারভীন।
এই শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান করছেন বটে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে নানা সংকটে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে উপজেলা শিক্ষা বিভাগের তেমন কোন নজর নেই। প্রথম সংকট হচ্ছে, বিদ্যালয়ের মাঠটির পিছন দিকে জায়গা স্থানীয় লোকজন রাস্তা বানিয়ে অনেকটা দখল করে নিয়েছে। অপরদিকে বিদ্যালয়টির মাঝামাঝি ভবন তৈরী করে মাঠ দখলে নিয়েছে ইউআরসি (উপজেলা রিসোর্স সেন্টার)। এখন আর শিক্ষার্থীদের মাঠে দাড়াবার জায়গাটুকু নেই। খেলাধুলার কোন উপকরণ নেই বিদ্যালয়টিতে। একটা বল পর্যন্ত নেই। মাঠ দখল হয়ে যাওয়ায় টিফিন প্রিয়ডে মেয়েরা ঘরের মেঝেতে ফুলগুটি খেলে আর ছেলেরা চুপচাপ বসে থাকে। রয়েছে পানীয় জলের অভাব।
বিদ্যালয়টির দৈনন্দিন খরচ মেটানোর জন্য যে অর্থ দেয় উপজেলা শিক্ষা বিভাগ, তা দিয়ে চকের যোগান হয় না। বিদ্যালয়টিতে পর্যাপ্ত শ্রেনি কক্ষ না থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে।
পর্যবেক্ষক মহল মনে করেন, এই ঐহিত্যবাহী পাঠশালা, পীরগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যলয়টির নামের সাথে কামের মিল রাখার স্বার্থে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করা উচিত। আমাদের মতে প্রথমেই স্কুলের জায়গা দখল মুক্তকরে বহুতল ভবণ নির্মাণ করতে হবে। স্কুল মাঠে অবস্থিত ইউআরসি ভবনটি সরিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থান্তর করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সুবিধাসহ উপকরণের যোগান দিতে হবে।
অভিভাবকমহল আশা করেন, স্থানীয় প্রশাসন, উপজেলা ও জেলা শিক্ষা বিভাগ এবং সরকার সরেজমিন বিদ্যালয়টি পরিদর্শন করে বিষয়টি উপলব্ধি করবেন এবং ব্যবস্থা নেবেন।
Leave a Reply