বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।–রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।পীরগঞ্জ উপজেলার আয়তন ৪০৯.৩৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩,৮৫,৪৯৯ জন।
পৌরসভার নাম পীরগঞ্জ পৌরসভা, আর ইউনিয়নগুলোর নাম হচ্ছে ১.চৈত্রকোল,২.ভেন্ডাবাড়ী, ৩.বড়দরগাহ,৪.কুমেদপুর,৫.মদনখালি,৬.টুকুরিয়া,৭.বড়আলমপুর,৮.রায়পুর, ৯.পীরগঞ্জ সদর, ১০.শানেরহাট, ১১.পাঁচগাছি,১২.মিঠিপুর,১৩.রামনাথপুর,১৪.চতরা,১৫কাবিলপুর।
সুদুর অতিত থেকে পীরগঞ্জে হিন্দু, মুসলিম বৌব্ধ,খৃষ্টানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন একত্রে বসবাস করে আসছেন। তাই এলাকার এই উপজেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষের জন্য বিদ্যা-শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন।
এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, ভোকেশনাল ও কারিগরি স্কুল ,মাদ্রাসা এবং কলেজ।পাশাপাশি রয়েছে,মক্তব, ফোরকানিয়া মাদ্রসা, এবতেদায়ি মাদ্রাসা,দাখিল মাদ্রসা, আলিম মাদ্রসা, ফাজিল মাদ্রসা, কামিল মাদ্রসা, কওমী মাদ্রসা। ব্র্যাক স্কুল, রয়েছে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণ শিক্ষার ব্যবস্থা। কিন্তু পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা আলোচনা- সমালোচনা রয়েছে। পড়া লেখার মান নিয়েও প্রশ্ন উঠেছে।অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠনে কাম্য শিক্ষার্থী নেই বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থী শুন্য সাইনবোর্ড সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়।
সে কারণে পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চালচিত্র তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। বজ্রকথা সংবাদপত্রের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র তুলে ধারা হবে।
এদিকে পীরগঞ্জ উপজেলার শিক্ষার হাল-হকিকত নিয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ এর সাথে কথা হলে তিনি বলেন, “আমার জানা মতে পীরগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো ঠিক ঠাক মত চলছে। তিনি সরে জমিন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার হাল হকিকত দেখে রিপোর্ট প্রকাশের করার পরামর্শ দিয়েছেন।(চলবে)
Leave a Reply