বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র তুলে ধরতে চাইলে সব প্রতিষ্ঠানেই যাওয়া দরকার।
তাই বজ্রকথা সংবাদপত্রের পক্ষ থেকে পীরগঞ্জের সবগুলো প্রতিষ্ঠান ঘুরে দেখার ইচ্ছে আছে। আমরা তুলে ধরতে চাই প্রতিষ্ঠান গুলো কোন সালে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠাতাদের নাম, জমিদাতার নাম। শিক্ষার পরিবেশ হাল চাল, প্রতিষ্ঠানগুলোর সমস্যা, শিক্ষকরা সময়মত প্রতিষ্ঠানে আসেন কি না।সহকারী শিক্ষা কর্মকর্তারা স্কুলগুলো পরিদর্শন করেন কি না! শিক্ষার্থীর সংখ্যা কত, উপস্থিতি কেমন! সব বিষয়ে খোঁজ খবর নিয়ে, তা সংবাদপত্রের পাতায় তুলেধরার চেষ্টা আর কি।
আমরা ভালো শিক্ষকদের প্রশংসা করতে চাই।আমরা মনে করি এখনো দেশে ভালোর সংখ্যাই বেশি। ধারণার সাথে বাস্তবের মিল কতটুকু সেটাও মেলাবার চেষ্টা করা হবে। আশা করি সম্পানিত পাঠক মহল হিসেবে নিকেশ করে সুন্দর গঠন মূলক মন্তব্য করবেন!
বজ্রকথার এই উদ্যোগ কাউকে ছোট করবার জন্য নয়, আমরা মনে করি, কাউকে হেয় করার মধ্যে কোন কৃতিত্ব নেই। তবে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের গল্প আমরা অবশ্যই আপনাদের শোনাবো।
সম্মানিত পাঠক, আজকে পীরগঞ্জ পৌর এলাকার গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু করছি; আশা করি সাথে থাকবেন। গাড়াবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এই বিদ্যালয়ে খাতাপত্রে শিক্ষার্থীর সংখ্যা মোট ১০৮ জন।এই বিদ্যালয়ে ৬জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। তিনি ওই গ্রামের বাসিন্দা।সহকারী শিক্ষকরা হলেন মোঃ শফিকুল ইসলাম,রফিকুল ইসলাম,এসমেরাতা বেগম,তাসলিমা খাতুন, আকতারা খাতুন। জানাগেছে, প্রধান শিক্ষক বেশ দায়িত্বশীল, অন্যান্য শিক্ষকরা আন্তরিকতার সাথে দয়িত্বপালন করছেন। তবে স্কুলটিতে বেশ কিছু সমস্যা রয়েছে। সীমানা প্রাচীর না থাকায় শিশুদেরকে মাঠে খেলতে দেওয়া হচ্ছে না।দুই দিকে পাকা সড়ক। যান বাহন চলাচল করে সর্বদা। রাস্তায় ফুটবল যায় এতে আগে বেপরোয়া যান বাহনের ধাক্কায় ছোট ছোট দূর্ঘটনা ঘটেছে।খেলাধুলার সামগ্রী নেই বল্লেই চলে।স্কুলটির চারপাশে একটি মহিলা মাদ্রাসা,একটি কওমী প্রতিষ্ঠান এবং মসজিদে ইসলামী গণশিক্ষা শুরু হওয়ার পর থেকে বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছে।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানিয়েছেন, তার স্কুলে ১৪০জন ভর্তি শিক্ষার্থী ছিল কিন্তু মাদ্রাসাগুলো তাদের ছাত্র/ছাত্রীদেরকে আটকাচ্ছে। তিনি জানান ৩২জন শিক্ষার্থী মাদ্রসায় আটকার পড়েছে।(চলবে)
Leave a Reply