পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-২২
ঃকালসারডারা স্কুলে ভবন দরকার
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।- রংপুরের পীরগঞ্জ উপজেলার কালসারডাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি নানা কারণে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ হবিবর রহমান।
বিদ্যালটির জন্য জমিন দান করেছেন স্থানীয় আব্দুর রহমান আকন্দ ও মতিয়ার রহমান প্রধান।বর্তমানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, মোঃ হাসান আলী সরকার। বর্তমান প্রধান শিক্ষক হাসান আলী গত ২৭/০৪/২৩ খ্রি: তারিখে এই প্রতিষ্ঠানটিতে যোগদান করেছেন।
জানা গেছে কালসারডাড়া স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মোট ১৭৫ জন। সম্প্রতি স্কুলটিতে গেলে প্রধান শিক্ষক জানান তার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন -২৯ জন, সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন-৪২জন, অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন- ৩৫জন, নবম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন-৪৬জন,দশম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন-২৪ জন।
এদিন তিনি তার বিদ্যালয় চত্বর, শ্রেণি কক্ষ ঘুরে দেখিয়েছেন। দেখেছি, ওই স্কুলটির বিশাল মাঠ রয়েছে। সুন্দর অফিস কক্ষ, সাজানো গোছানো পরিবেশ দেখে ভালো লেগেছে। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলে মুগ্ধ হয়েছি। কারণ নিভৃত পল্লীর শিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীরা বেশ বুদ্ধিমতি বলে মনে হয়েছে।জেনেছি শিক্ষকরাও বেশ দায়িত্বশীল। পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক।
এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায় বেশ পারদর্শি। আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগীতায় এই বিদ্যালয়ের খেলোয়াড়রা,হ্যান্ডবল,কাবাড়িতে সুনাম কুড়িয়েছে কিন্তু পরিতাপের বিষয় হলো এই প্রতিষ্ঠানটিতে অনেক সমস্যা সংকট রয়েছে। যা স্কুলের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। যেমন বিদ্যালয়টিতে আধুনিক সুয়োগ সুবিধার অভাব রয়েছে। একটা উচু ভবন খুব দরকার। ওয়াশ ব্লক নেই। বিজ্ঞানের যন্ত্রপাতি ও বিজ্ঞান ভবন নেই, খেলোয়াড় আছে কিন্তু ক্রীড়া সমগ্রীর যোগান নেই।সঙ্গীতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আছে কিন্তু শেখানোর লোক নেই, যন্ত্রপাতিও নেই। রয়েছে পানীয় জলের অভাবও।অবশ্য শিক্ষকের সংকট নেই। ১২জন শিক্ষক কর্মরত রয়েছেন। যারা এখানে কর্মরত রয়েছেন তারা হলেন –
১।প্রধান শিক্ষক মোঃ হাসান আলী সরকার- বিএসসি.বিএড
২। সহকারী শিক্ষক মোঃ এমদাদুল হক- বিএ. বিএড
৩।সহকারী শিক্ষক মোঃ মোন্নাফ মিয়া- এম এ
৪।সহকারী শিক্ষক মোঃ রায়হানুল ইসলাম- বিএসসি. বিএড
৫।সহকারী শিক্ষক কলি সরকার- এমএসসি
৬।সহকারী শিক্ষক মোঃ নুরে আলম মিয়া- বিএ.কৃষি ডিপ্লমা
৭। সহকারী শিক্ষক মোঃ মুকুল ইসলাম –বিএসসি বিএড
৮। সহকারী শিক্ষক মোঃ ছাদেকুল ইসলাম- কামিল পাশ
৯।সহকারী শিক্ষক শিপ্রা ভৌমিক –এম এ
১০।সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম – এম এ .বিপিএড
১১।সহকারী শিক্ষক আরিফা খাতুন- এম এ
১২।সহকারী শিক্ষক মোঃ ফিরোজ মাহমুদ – বিএসসি।
শেষ কথা এই বিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা ভালো।আর আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার ও শিক্ষা বিভাগ বিদ্যালয়টির উল্লেখিত সংকট মোকাবেলায় ব্যবস্থা নেবেন।
Leave a Reply