মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র- ৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র- ৩

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– ২৮ জুলাই/২৫ খ্রি: সোমবার মেঘলা আকাশকে তোয়াক্কানা করেই রওনা দিয়ে বেলা ১২টার দিকে পৌছে গেলাম পীরগঞ্জ পৌর এলাকার আরাজী গঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলের সীমানায় পৌছে লক্ষ্য করলাম, বিশাল স্কুল মাঠ, কোন সীমানা প্রাচীর নেই, খেলার মাঠটি কাদা-পানিতে একাকার অবস্থা। ইটের ঘরের পাশে টিনের বেড়া ঘেরা ঘরে শিক্ষার্থীরা ক্লাস করছে। মোটর সাইকেলে তালা লাগাতে লাগাতে একটা বিষয় বুঝতে সক্ষম হলাম, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন।
ধীর পদক্ষেপে প্রধান শিক্ষকের অফিস কক্ষের দিকে অগ্রসর হয়ে দরোজার সামনে দাড়াতেই প্রধান শিক্ষিকা হাসি মুখে স্বাগত জানালেন, অফিসে প্রবেশ করলে বসতে বলল্লেন।ফ্যানের বাতাস গায়ে লাগাতে লাগতে আমার আগমনের হেতু জানালাম।
এই স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ বিলকিস আরা বেগম রেহানা জানালেন, তিনি ২৪/০৯/১৮ তারিখে আরাজী গঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।
তার দেয়া তথ্যমতে আরাজী গঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। সেই সময় স্থানীয় আব্দুস সোবাহান, তোফাজ্জল মিয়া, আবুল কালাম, আকাব্বর আলী , আসাদ আলী, আজগার আলী  এই প্রতিষ্ঠানের জন্য ৯৭ শতাংশ জমি দান করেছেন। সেই জমিনের উপর স্কুলটি মাথা উচু করে দাড়িয়ে আছে। এটি পীরগঞ্জ উপজেলার ৫৮ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় । বর্তমানে স্কুলটিতে মোট ২৩৪ জন শিক্ষার্থী রয়েছে।
এদিন শিশু শ্রেণিতে ৫৯জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উপস্থিত ছিল বলে জানা গেছে। খাতাপত্রের হিসেবে প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণিতে ৩৬জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৮ জন,তৃতীয় শ্রেনিতে ২৩জন, চতুর্থ শ্রেনিতে ২৪ জন  এবং পঞ্চম শ্রেণিতে ৩০জন শিক্ষার্থীর হিসেব পাওয়া গেছে।
এই স্কুলটিতে শিক্ষকের পদ সংখ্যা ৮টি। কোন পদ শুন্য নেই। ২জন পুরুষ ও ৬ জন নারী শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানটি চলছে। শিক্ষকরা উচ্চ শিক্ষিত সবাই।
যারা এখানে শিক্ষকতা করছেন তারা হলেন –
প্রধান শিক্ষক- মোছাঃ বিলকিস আরা বেগম এম এসএস, বিএড
সহশিক্ষক- মোছাঃ কামরুন নাহার বিএ
সহশিক্ষক- কাজী মাহমুদা আনোয়ার এম এসএস, বিএড
সহশিক্ষক-শাহী আলম উজ্জল বিএসসি
সহশিক্ষক-শহিদুল ইসলাম এম এস সি
সহশিক্ষক- নামজুন নাহার এম এ
সহশিক্ষক- মৌসুমী খাতুন এম এস সি
সহশিক্ষক- নাসরীন বানু এম এ
স্কুলটির পরিবেশ পরিচ্ছন্নতা, গোছানো অফিস কক্ষ সব মিলে একটা ভালো স্কুল তাতে সন্দেহ নেই। স্কুলটিতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড চালু রয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের শতভাগ পোষাক রয়েছে। স্কুল থেকে বছরে দুইবার শিক্ষার্থীদের মধ্যে বিনা মুল্যে খাতা কলম সরবরাহ করা হয়। পাঠদানের দিক থেকে বিদ্যালয়টির সুনাম আছে।
প্রাণি সম্পদ বিভাগের এলডিডিপি প্রকল্পের অধীনে বিনা মুল্যে শিক্ষার্থীদেরকে গরুর প্যাকেটজাত দুধ খাওয়ানো হয় বলে জানা গেছে।
তবে স্কুলটিতে নানা রকম সমস্যা ও সংকট রয়েছে। এই স্কুলে শিক্ষার্থী অনেক কিন্তু তাদের জন্য ভালো ক্লাস রুমের ব্যবস্থা করতে পারিনি শিক্ষা বিভাগ। ফলে এখনো ঢেউ টিনের বেড়া ঘেরা ক্লাস রুমে পড়া লেখা শেখে ছাত্র/ছাত্রীরা। স্কুলের মাঠটিতে বৃষ্টির পানি জমে জমে কাদা পানিতে একাকার অবস্থা! জানা গেছে এই বিদ্যালয়ের বালক ও বালিকা ফুটবল দল একাধীকবার উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। দেখেছি অনেকগুলো ট্রফি শোভা পাচ্ছে আলমীরাতে। অথচ কোন খেলাধুলার সরঞ্জাম নেই এখানে।
দুঃখের বিষয় স্কুলটিতে ওয়াশ ব্লক নাই। দু’শতাধীক শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলের পিছনে মাটিতে গর্ত করে টিনের বেড়া দেওয়া লেটট্রিনে মলমুত্র ত্যাগ করে থাকেন। বিষয়টি ব্যথিত করেছে আমাদেরকে।
পর্যবেক্ষক মহল আশা করেন, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সরকার স্কুলটির সমস্যাগুলোর দিকে শুভ দৃষ্টি দেবেন ব্যবস্থা নেবেন।(চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com