মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র- ৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– গুণীরা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, আর প্রাতিষ্ঠানিক শিক্ষার মেরুদন্ড হলো প্রাথমিক শিক্ষা।
জাতির সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে প্রাথমিক শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। লোক দেখানো গুরুত্ব নয়, রাজধানী থেকে গ্রাম পর্যন্ত সকল শিশুকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। শিক্ষা সুযোগ নয়, শিক্ষা সকল নাগরিকের অধিকার।
এই বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই পরিকল্পনায়, একই ধাচে নির্মাণ করতে হবে । সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যানুপাতে বেঞ্চ, চেয়ার টেবিল, আসবাবপত্র, খেলাধুলার সরঞ্জাম, বই, কলম খাতা পত্র, শিক্ষা উপকরণ দিতে হবে।
একথা বলছি এই করণে যে,৬ আগষ্ট/২৫খ্রি: বুধবার পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁন্দের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম স্কুলটির সার্বিক অবস্থা দেখতে ।দুঃখের বিষয় স্কুলটির পরিস্থিতি দেখে মনে হয়েছে , এই প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা বিভাগের নজর নেই।
যদিও এই স্কুলের পাশে চাঁন্দের বাজার উচ্চ বিদ্যালয়ের অবস্থান। প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পাশাপশি। বিশাল মাঠ কিন্তু জলমগ্ন! এদিন পাকা রাস্তা থেকে চাঁন্দের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস পর্যন্ত পৌছুতে খুব বেগ পেতে হয়েছে। কারণ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মাঠে বাইক এর চাকা কাঁদা আটকাচ্ছিল। তার পরেও নানা কায়দা করে সাড়ে দশটায় পৌছে প্রধান শিক্ষিকার সাথে স্কুলটির নানা তথ্য সংগ্রহ করেছি। এই ফাঁকে বলে নেই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা ইয়াসমিন। তিনি অনেক দিন হয় দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন বিদ্যালয়টির নম্বর-১২১। প্রতিষ্ঠার সাল ১৯৬৫। জমিদাতা ধুলগাড়ী গ্রামের আব্দুল হামিদ মিয়া।
দেখেছি স্কুলটির অফিস কক্ষ যদিও সাজানো গোছানো তবে নানা দৈন্যতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে! সার্বিক অবস্থার বিবরণ পরে দিচ্ছি।
এদিন প্রধান শিক্ষক জানিয়েছেন, তার স্কুলে শিক্ষার্থী রয়েছে মোট ১০৫ জন। তার দেয়া তথ্যমতে শিশু শ্রেনিতে রয়েছে ২০জন, প্রথম শ্রেণিতে ২০জন, দ্বিতীয় শ্রেনিতে ২০জন, তৃতীয় শ্রেণিতে ১৭জন, পঞ্চম শ্রেনিতে ১১জন। তিনি আরো জানিয়েছেন, এই বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি। শিক্ষকরা হলেন-
১। প্রধান শিক্ষক মোছা: মর্জিনা ইয়াসমিন বি এ
২।সহ শিক্ষক মোছা: হালিমা খাতুন এইচ এস সি
৩।সহ শিক্ষক মোছা: কামরুন নাহার বিএ
৪।সহ শিক্ষক মোছা: মাহমুদা বেগম বি এসএস
৫।সহ শিক্ষক মোছা: জিন্নাতুন নাহার ইরানী এম এ
৬।সহ শিক্ষক মোছা: রাওফুন নাহার এম এ
মর্জিনা ইয়াসমিন বজ্রকথাকে জানান, পাঠ দানে শিক্ষকরা খুবই আন্তরিক।তিনি বলেন সরকারী সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।
প্রিয় পাঠকগণ আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, স্কুলটির দৈন্য দশার কথা। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির পাকা ভবন নির্মাণ করা হয় ১৯৯৩ সালে। চার কক্ষ বিশিষ্ঠ এই স্কুল ভবনটি শিক্ষার্থীদের জন্য এখন ঝুকি পূর্ণ হয়ে উঠেছে। ছাঁদের বিমে ফাঁটল দেখা দিয়েছে। ছাঁদের পলেস্তরা খসে খসে পড়ছে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা দরকার! নইলে ভবিষ্যতে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে! আশা করি কর্তৃপক্ষ ঝুকিপূর্ণ ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এদিকে স্কুলটিতে ১০৫ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে দশটির মত। কক্ষ সংকট থাকায় দুই শিপ্টে ক্লাস হয় এখানে। শিক্ষার্থীরা মেঝেতে বসে বিদ্যান হয়ে উঠার তালিম নিচ্ছেন।
ওয়াশ ব্লক নেই, ক্রিড়া সামগ্রী নেই, শিক্ষা উপকরণ নেই।
এলাকার নিম্ন আয়ের মানুষদের সন্তানরা পড়া লেখা শেখে এখানে। দেখেছি শিশুদের পোষাক নেই। ময়লা গেঞ্জি গায়ে দিয়ে ক্লাস করছে তারা।
আমরা মনে করি এই বিষয়ের দিকে দৃষ্টি দেবেন উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ। এলাকার মানুষ মনে করেন, স্কুলটির অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধিকরা করা হলে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com