সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি -৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি  –

স্বাক্ষর করেই বাড়ি চলে যান শিক্ষকরা

সুলতান আহমেদ সোনা।-   জ্ঞান ও মেধা বিকাশের পরিত্র স্থান শিক্ষা প্রতিষ্ঠান ।  মানুষ গড়ার কারখানা বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে। কোন কারণে সেই প্রতিষ্ঠান যদি অপবিত্র হয় তা হলে সেখান থেকে ভালো কিছু আাশা করা যায়না।

পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। সে সময় পীরগঞ্জসহ পাশ্ববর্তি মিঠাপুকুর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা এই কলেজে লেখাপড়া করতে আসতো।     এক সময় শাহ আব্দুর রউফ কলেজ  শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে মূখর ছিল। কিন্তু এখন ক্লাস হয় না।

এই কলেজটি সরকারী হয়েছে ২০১৮ সালে। বর্তমানে সরকারী শাহ আব্দুর রউফ কলেজে শিক্ষক কর্মচারীর সংখ্যা ১১৭জন।  ছাত্র/ছাত্রীর সংখ্যা এইচ এসসি পর্যায়ে ৭০০ প্রায়, ডিগ্রি পর্যায়ে ১৬শ, অনার্স ৪৫০০  কিন্তু নিয়মিত এই কলেজে ক্লাস হয় না বলে অভিযোগ রয়েছে। অধিকাংশ শিক্ষক স্বাক্ষর করেই বাড়ি চলে যান।  ইদানিং শিক্ষার্থীর উপস্থিতিও হ্রাস পেয়েছে।

এ ব্যাপারে শিক্ষকদের ব্যাখ্যা হচ্ছে, ছাত্র/ছাত্রীরা ক্লাস করতে চায় না, সবাই প্রায় মোবাইল ফোনে ব্যস্ত, অন লাইনে ক্লাস করেন ।তারা ক্লাস বাদ দিয়ে কোচিং করছে , প্রাইভেট পড়ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কলেজ সরকারী হলেও   শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ে নাই। তারা বজ্রকথাকে ১৮টি সমস্যার কথা বলেছেন।

সুত্র বলেছে,  কলেজে  শিক্ষার সার্বিক পরিবেশের দিকে নজর নেই  কারো, কে এলো কে গেলো সেদিকে দৃষ্টি দেন না অধ্যক্ষ। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতি আন্তরিকতা না থাকলেও কর্তারা এখন  ভাইচার তৈরী করা নিয়ে ব্যস্ত। (চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com