বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- ১ অক্টোবর/২৪ খ্রি: মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন করেছেন পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এম এ ফারুক আহম্মেদ।
এদিন ওসি সাহেবের অফিস কক্ষে এখানকার ২টি প্রেস ক্লাবের সাংবাদিকগণ পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন। প্রথমে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্যগণ সভায় মিলিত হন, পরে পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ মতবিনিময় সভায় অংশ নেন।
পরিচয় পর্বের পর মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক বেলায়েত হোসেন, সৈয়দ রায়হান বিপ্লব, তারিকুল ইসলাম, ফারজুল ইসলাম, আতিকুর রহমান, শফিকুল ইসলাম,জয়, মোশাররফ হোসেন। পীরগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সাংবাদিক বখতিয়ার রহমান,আব্দুল করিম সরকার, মামমুদুল হাসান, মিনহাজুল মিলন, হাবিবুর রহমান হাবিব,বাদল মিয়া,রতন মিয়া, মিফতাহুল ইসলাম, মুন্না মিয়া,শাহিনুর রহমান প্রমুখ।
এদিন সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেছেন, তারা দালাল মুক্ত থানা দেখতে চান। মাদক জুয়ার বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ আশা করেন। বিট পুলিশিং ব্যবস্থাকে গতিশীল করা, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, আসন্ন দূর্গাপুজাকে নির্বিঘ্ন করার পরামর্শ  প্বরদান করেন ।
মত বিনিময় সভায় অফিসার ইনচার্জ এমএ ফারুক আহম্মেদ পীরগঞ্জ উপজেলার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেছেন, আমি এখানে কোন দলের হয়ে আসিনি । বর্তমান অন্তবর্তি সরকারের দায়িত্ব পালনের জন্য এসেছি । আমি সম্পুর্ণ নিরপেক্ষ থেকে পীরগঞ্জবাসীর সেবা করতে চাই । আর এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আপনাদের সহযোগীতায় পীরগঞ্জ উপজেলাকে অপরাধ মুক্ত করতে পারলে নিজেকে সার্থক মনে করবো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com