বজ্রকথা প্রতিবেদক এস এ মন্ডল।–২০২০ সালের দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক জাপান ফেরত ব্যক্তি সাতত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের গল্প চাউড় করে “ডিজিটাল গ্রুপ” নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে ছিলেন। সম্প্রতি সেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন এর মালিক।
এই ডিজিটাল গ্রুপের মানিলেকর নাম সেলিম আহমেদ। তার কয়েকটি উপ-নামও আছে বলে জানা গেছে।
জানা যায় এই প্রতিষ্ঠানে প্রায় ৮০জন বিভিন্ন এলাকার যুবক-যুবতিকে রঙ্গীন স্বপ্ন দেখিয়ে নিয়োগ দিয়েছিলেন মিঃ সেলিম কিন্তু গত ৩০/০৫/২৫ খ্রি: তারিখে তার প্রতিষ্ঠোনে তালা ঝুলিয়ে দিয়ে রাতারাতি অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তিনি।
নিয়োগকৃত ব্যক্তিরা সেলিম আহমেদকে খুঁজে না পেয়ে দিশেহারা , তারা করছে হায় হায়! কর্মীদের পাওনা অর্থ না দিয়ে গাঢাকা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কর্মীরা।
এদিকে বজ্রকথা সংবাদপত্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে জানতে মি: সেলিম আহমেদ এর ০১৭৫৬-১৪১১১৭ নম্বরে ফোন দেওয়া হলে- ফোনে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply