বজ্রকথা প্রতিবেদক।– ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। সারা বিশ্বে জাতি সংঘের সদস্য দেশগুলো নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ দিনটিকে উৎযাপন করছে।
বাংলাদেশেও একই দিনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়। অভিবাসী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”।
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
এদিন উপজেলা প্রশাসন, টিটিসি ও ব্র্যাক এর যৌথ আয়োজনে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরীয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।
পীরগঞ্জ টিটিসি-এর অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুল কবির, প্রেস ক্লাব সম্পাদক মোঃ হাবীবুর রহমান, ব্র্যাক মাইগ্রেশন এর উপজেলা কর্মকতা মোঃ ওমর ফারুখ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেছেন, রেমিটেন্সের মুখ্যযোগানদাতা আমাদের প্রবাসী ভাইয়েরা। তারা বলেন, বাংলাদেশে থেকে অধিক সংখ্যক কর্মীকে বিদেশ পাঠাতে হলে ভাষা জ্ঞান, কর্মদক্ষাতা ও বৈধ পথে পাঠাতে হবে। যাতে কর্মীরা বিদেশ গিয়ে কোন বিপদে না পড়েন। এর আগে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply