পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মসজিদের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ গ্রামবাসীর মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে খালাশপীর-চতরা সড়কে ছোট রসুলপুর নামক স্থানে ঐ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন- ছোট রসুলপুর জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান, কিছু দিন পূর্বে ওই মসজিদের জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে রুহুল আমীন নামের একব্যাক্তি হত্যাকান্ডের শিকার হন। হত্যাকান্ডের শিকার রুহুলের ছেলে সিফাত ও মামলার বাদী নিহত রুহুলের ছোট ভাই গোলাম রব্বানী বক্তব্য রাখেন। বক্তরা মসজিদের ৯৩ শতক জমি জোর পূর্বক দখলের চেস্টা, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সভাপতির পদকে ব্যবহার করে নিয়োগ বানিজ্যেসহ নানা অনিয়ম উল্লেখ করে বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে জাহাঙ্গীর আলমের অপসারন ও রুহুল আমীন হত্যার নির্দেশ দাতা জাহাঙ্গীর আলমেেকে মামলায় অন্তভূক্ত করার দাবী করেন। মানব বন্ধন শেষে বিক্ষুদ্ধ গ্রামবাসী ওই সড়কে বিক্ষোভ করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
Leave a Reply