পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- পীরগঞ্জে রবি/২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয়ে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। ১ ফেব্রুয়ারী/২২খ্রিঃ মঙ্গলবার বিকেলে উপজেলার বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ৫০ একর জমিতে মেশিনের সাহায্যে ওই চারা রোপনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুরের উপপরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মন্ডল, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) নুরুল আমিন রাজা, মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম, বড় দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার।
সুত্র জানায়, পার্বতীপুর গ্রামের পাথারে ৫০ শতক জমিতে ৪ হাজার ৫’শ টি ট্রে তে ইরি বোরোর বীজতলায় চারা তৈরি করা হয়। ওই চারায় ৫০ একর (১০০ বিঘা) জমি রোপন করা যাবে।
Leave a Reply