মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে চালক হত্যা ও মিশুক ছিনতাইয়ে জড়িত সন্দেহে ৪ যুবক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা  প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৪ যুবককে আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বড়আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে হাসানুর মিয়া (২৩) ্একই এলাকার আব্দুল মান্নান এর ছেলে ইব্রাহীম হোসেন ইমরান (২২), রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে- রফিকুল ইসলাম (২৭) এবং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামের মৃত্যু নহর এর ছেলে আব্দুস সাত্তার।
উল্লেখ্য,গত ১৫ ডিসেম্বর সকালে  উপজোর  চতরা ইউপির গোবিন্দপাড়া গ্রামের মিশুক চালক নুরুল ইসলামকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যার পর মিশুকটি নিয়ে চম্পট দেয় কতিপয় একটি সংঘবদ্ধ চক্র। বড়আলমপুর গ্রামের মোক্তাগাড়ীর নির্জন মাঠে পরিত্যক্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে মর্গে প্রেরন করে। এ ব্যাপারে ওই দিনই নিহতের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নম্বর -১৪ তারিখ -১৫/১২/২০২৫ইং।
পীরগঞ্জ থানায় পুলিশ অবশ্য এসব তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে। এমনকি আটককৃতদের ছবি ও ভিডিও ফুটেজও নিতে দেয়নি গনমাধ্যমকর্মিদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com