পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি জুম কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্পীকার ও ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমগ্র বিশ্বে একটা মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। উন্নয়নের দিকে বাংলাদেশ আজ সারাবিশ্বে বিস্ময়। পদ্মাসেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার এপার থেকে ওপার যুক্তকরে আজ দৃশ্যমান । বাংলাদেশের মানুষের এক বিজয়গাথা গৌরবের মধ্যে আরও একটি অনন্য গৌরবের পালক যুক্ত হয়েছে।
স্পীকার আরও বলেন, ছাত্রলীগ একটি গৌরব উজ্জ্বল ইতিহাসের অধিকারী । এটা অন্য যেকোন সংগঠন নয়। ছাত্রলীগের যারা কর্মী, সদস্য তাঁরা প্রত্যেকে একজন গর্বিত অংশীদার এই ঐতিহ্য গৌরব উজ্জ্বল ইতিহাসের । ১৯৪৮ সালের ৪ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞার যে নেতৃত্ব, সেটা দিয়ে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেরে ছিলেন যে, এদেশের স্বাধীনতা আনতে গেলে আমাদের দেশের ছাত্র সমাজকে সক্রীয় ভ’মিকায় আনতে হবে। সেখান থেকেই ছাত্রলীগের গঠন এবং পথচলা। সেই ’৪৮ থেকে ৭২ বছরে আজ এক গৌরব উজ্জ্বল সোনালী অর্জনের অধিকারী ছাত্রলীগ। যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি।
পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে পীরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম খুশির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড- আজিজুর রহমান সরকার রাঙ্গা,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসরাম শামীম বিশেষ অতিথি,রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) সুমন সরকার উদ্বোধক ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন প্রধান বক্তা ছিলেন। রংপুর জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তানিম আহসান চপলের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক সাদিদ জাহান সৈকত, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি-মোনায়েম সরকার মানু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও শাহআব্দুর রউফ কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক-সরওয়ার জাহান, সাবকে সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-রাশেদুন্নবী রাশেদ ,সাবেক সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ। স্পীকার ছাত্রলীগের সাথে তার সম্পর্ক অত্যান্ত দৃঢ় এবং আন্তরিক উল্লেখ করে বলেন, আমার মরহুম বাবা রফিকুল্লাহ চৌধুরী ১৯৫৮ সালে ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলেন এবং কঠিন সময়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সেই পাকিস্তানের দুঃশাসন , সেই সময় বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করে যারা কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম আমার বাবা রফিকুল্লাহ চৌধুরী। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র হিসেবে তখন ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। কাজেই ছাত্রলীগ আমার কাছে অত্যান্ত আবেগের ও ভালবাসার জায়গা, একটা আদর্শ এবং একটা প্রত্যাশার জায়গা । এই ছাত্রলীগ একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করেছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে আমরা দাড়িয়ে এ কথা উল্লেখ করে স্পীকার ড. শিরীন শারমনি চৌধুরী বলেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর পুর্তি উদযাপন করতে যাচ্ছি। স্বাধিনতা সংগ্রামের প্রতিটি পরতে-পরতে রয়েছে ছাত্রলীগের আত্মত্যাগের ইতিহাস। কাজেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাবে । তিনি বলেন, আমাদের আছে একজন সাহসী নেতৃত্ব, তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরতো আর কারো দিকে তাকানোর প্রয়োজন পড়েনা । প্রধানমন্ত্রী যেভাবে ছাত্রলীগকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সেগুলো অনুসরণ করেই ছাত্রলীগ এগিয়ে যেতে পারে এবং যাচ্ছে। পীরগঞ্জের সংসদ সদস্য হিসেবে স্পীকার তার প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন , পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি কোন ব্যাক্তির তল্পি বাহক কমিটি হবেনা । আমারও না , সংসদ সদস্যেরও না। ছাত্রলীগের একটা নিজস্ব সত্ত্বা আছে, তাদের আদর্শ আছে, গঠনতন্ত্র আছে । আমরা একটা মেধা সম্পন্ন, দেশ প্রেমিক ছাত্রলীগ গড়ে তুলতে চাই। গঠনতন্ত্র মেনেই কমিটিতে দক্ষ,মেধাবী, যোগ্য নিবেদিত, দেশপ্রেম সম্পন্ন নেতৃত্ব গঠনে ছাত্রলীগের কমিটি গঠন করতে হবে।
Leave a Reply