বজ্রকথা প্রতিবেদক।- আজ ১৭ মার্চ /২১ খ্রি: বাংলার অবিসম্বাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে। আজ পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ শাখা ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অফিস চত্বরে আনুষ্ঠনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা সহকারে গিয়ে কলেজ রোডে বঙ্গবন্ধুর ম্যুারালে ফুলের শ্রদ্ধা জানান হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক এএসএম তাজিমুল ইসলাম শামীম পুস্পমাল্য অর্পণ করেন। এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সভাপতি/ সম্পাদকগণ পুস্পমাল্য অর্পন করেছেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মদিন উপলক্ষে বিশাল কেক কাটা হয় এবং মোনাজাত করা হয়। এ সময় উপজেলা সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এএসএম তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ জাতিয় পরিষদের সদস্য খলিলুর রহমান মন্ডল, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন সরদার, শাহিদুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামীলীগ এর সভাপতি হাইফুজ্জামান ফুল হাজি, সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার, পবিত্র কুমার বিশ্বাস প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন ইউনিয়ন পর্যায়েরও পালন করা হয়।
Leave a Reply