এস এ মন্ডল।- বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার স্থানীয় উপজেলা অডিটরিয়ামে উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ রাজিব রিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাসদ সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আলী মানিক, উদ্বোধক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তাহিদুল ইসলাম মোস্তাহিদ, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ ও রংপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান, ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম লাবলু সর্দার, উপজেলা জাসদের সহ-সভাপতি হাসান আলী সরকার রাজা, সাধারণ সম্পাদক আ: সাত্তার মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী আকন্দ, সাংগঠনিক সম্পাদক ভ‚পতি ভ‚ষণ বর্মন, উপজেলা জাসদ নেতা গাজীয়ার রহমান গাজী, ইউপি সদস্য হাসান আলী প্রধান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী মন্ডল। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
Leave a Reply