বজ্রকথা প্রতিনিধি।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী বাহিনী মাঠে যথাযথ ভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে।
সত্য কথা, ইদানিং মাঠে যাচ্ছে না এফ পি আই’ সাহেবরা। কাজে ফাঁকি দিচ্ছেন এফ ডাব্লিউ এ।এফ ডাব্লিউ ভি রাও রয়েছেন একই রাস্তায়।
শুধু তাই নয়,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ( ইউএফপিও) নিয়মিত অফিস করে না বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে খোঁজ খবর নিতে মাঠ পর্যায়ে গিয়ে জানা গেছে, এলাকার অধিকাংশ মহিলারা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের দেখা পাননা বলে অভিযোগ করেছেন।
সকলের জ্ঞাতার্থে বলছি,পীরগঞ্জ উপজেলায় দীর্ঘ সময় পঃ পঃ কর্মকর্তা ছিলেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে অফিস চালনো হয়েছে; তখনো মাঠে কাজ হয়নি।
এদিকে গত ২৯/০৫/ ২৪ খ্রি: তারিখে পীরগঞ্জ উপজেলায় পঃপঃ অফিসার হিসেবে যোগদান করেছেন, মোঃ নাহিদ আলম ।
তিনি যোগদান করলেও গত ৪ মাসে মাঠ পর্যায়ে পঃপঃ বিভাগের কাজ কর্মে আশানুরুপ উন্নয়ন ঘটেনি।
২ অক্টোবর বুধবার বেলা ১ ঘটিকার সময় পঃপঃ অফিসার মোঃ নাহিদ আলম এর সাথে মাঠ পর্যায়ে পঃ পঃ বিভাগের বেহাল দশা নিয়ে কথা বলতে গেলে তাকে চেয়ারে পাওয়া যায়নি!
Leave a Reply