পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- প্রাক-বড়দিন ২০২৫ খ্রিস্টাব্দ উপলক্ষে রংপুরের পীরগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, পীরগঞ্জ উপজেলা শাখা, আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র বাইবেলের লুক ২:১০ পদ পাঠ করে বলা হয়- “ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি; সে আনন্দ সমুদয় লোকেরই হইবে।” এই বাণীর মধ্য দিয়ে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক ও পীরগঞ্জ উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ সহ আরো অনেকে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব লিটন মার্ক লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় খ্রিস্টান নেতৃবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব জুয়েল তির্কী প্রমুখ।
Leave a Reply