পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ২৭ জুন/২২ খ্রিঃ সোমবার রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিন আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মকিমপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ২-০ গোলে হারিয়ে আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে আরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়।
এর আগে উক্ত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিলকিস আরা ইসলাম, মকিম পুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা পারভীন, আরজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সাংবাদিক আব্দুল করিম সরকার, সহকারী শিক্ষক শাহী আলম উজ্জ্বল, শহিদুল ইসলাম,নুরজাহান বেগম, ফারজানা ইয়াসমিন মাসুদ রানা,নাছরিন খাতুন, কামরুন্নাহার ও বিদ্যালয়ের সভাপতি পপ্পুমিয়া। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার ও মেডেল তুলে দেয়া হয়।
Leave a Reply