মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

পীরগঞ্জে বিএডিসি-পল্লী বিদ্যুতের কারসাজি দুরুত্ব না মেনে সেচ যন্ত্র স্থাপন! হাইকোর্টে রীট

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে ভূ-গর্ভস্থ পানি সেচে কাড়াকাড়িতে দু’কৃষককে সহযোগিতা করেছে বিএডিসি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ! এ ঘটনায় হাইকোর্টে মামলাও হয়েছে। উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ফসলের মাঠে স্থাপিত একটি গভীর নলকুপ দিয়ে ৪৮ বছর ধরে কৃষকেরা চাষাবাদ করে আসছেন। ওই মাঠে দুরুত্ব না মেনে এবং সংশ্লিষ্ট দফতরের নিয়মনীতি উপেক্ষা করে আরও দুটি অগভীর নলকুপ স্থাপন করতে বিএডিসি এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সহযোগিতা করেছে। ফলে গভীর নলকুপ মালিকের সাথে দু’জন অগভীর নলকুপ মালিকের মাঝে প্রকাশ্য বিরোধ চলছে। যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
মামলা, অভিযোগ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া গ্রামে ১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) একটি ২ কিউসেফ গভীর নলকুপ (নলকুপ নং ই-৫৪) স্থাপন করে। ওই নলকুপটি দিয়ে ১৯৯০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মোন্নাফ মিয়া নামের এক ব্যক্তি পানি সেচ দিলেও তিনি বিএডিসি কে কোন টাকা দেননি। ফলে ১৯৯৯ সালে বিএডিসি নলকুপটির মালিকানা বেহবতপুর গ্রামের মৃত. মোজাফফর  হোসেনের ছেলে আজিজুল ইসলাম এর কাছে হস্তান্তর করে। পল্লী বিদ্যুতের হিসাব নং- ১৭০/১১৩২। এরপর আজিজুল ইসলাম ওই ফসলী মাঠে চাষাবাদে সহায়তা করতে কৃষকদেরকে পানি সেচ দিয়ে আসছেন।
এদিকে ওই মাঠে ২০০৮ সালে ভুজুবাড়ী গ্রামের ফজলুল হক লেলিন (পল্লী বিদ্যুৎ হিসাব নং- ১৬০/৩৮৪০) এবং ২০১৯ সালে শাহজাহান মিয়া হাফ কিউসেফ অগভীর নলকুপ (পল্লী বিদ্যুৎ হিসাব নং- ১৬০/২৩৫০) স্থাপনের জন্য লাইসেন্স উপজেলা সেচ কমিটির কাছ থেকে নেয় এবং তাদেরকে পল্লী বিদ্যুৎও সংযোগ দেয়। জানা গেছে, ডিসেম্বর/১৯৮৭ সালের বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের গেজেটে ও ২০১৯ সালের গেজেটে একটি নলকুপ থেকে অপর নলকুপের দুরুত্ব কমপক্ষে ১৬’শ ফিটের উপরে হতে হবে। কিন্তু উপরে উল্লেখিত অগভীর নলকুপ দুটি যথাক্রমে ১১৮৫ ফিট ও ১২০৮ ফিট দুরে। শুধু তাই নয়, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জমির দাগ না দেখেই সংযোগও দিয়েছে। শাহজাহান মিয়াকে ৮৮০ নং দাগে নলকুপ স্থাপনের অনুমতি দিলেও উপজেলা সেচ কমিটির অনুমতি না নিয়ে তিনি ৮১৬ নং দাগে নলকুপটি স্থাপন করেন। এ সকল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে বিএডিসি গভীর নলকুপের মালিক আজিজুল ইসলাম বিএডিসির কাছে একাধিক অভিযোগ করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারংবার বললেও তা আমলে নেয়নি। বছরের বছর ধরে বিদ্যুতের লোকজন শাহজাহান এবং লেলিন মিয়াকে অনৈতিক সুবিধা দেয়ায় বিএডিসি গভীর নলকুপের মালিক আজিজুল ইসলাম হাইকোর্টে রীট করেন। রিট নং- ১৪২৬৭/২৪। আজিজুল ইসলাম বলেন, বারবার বিএডিসি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অগভীর নলকুপ দুটির সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললেও তা করা হচ্ছে না। ফলে ভু-গর্ভস্থ পানির সেচ নিয়ে আমরা মুখোমুখী অবস্থানে আছি। বিষয়টি নিয়ে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com