মোঃ আনোয়ার হোসেন ।– “শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার ” প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় উপজেলা হলরুমে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর/২৪ খ্রি: শনিবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জেলা আহবায়ক সাইফুল ইসলাম।
আলোচনা সভার পূর্বে শিক্ষকদের একটি বর্ণাঢ্য শোভা যাত্রা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিন সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ্ । শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সহ–সভাপতি সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের প্রকাশক সম্পাদক সুলতান আহমেদ সোনা , বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মওলানা মোকছেদ আলী,পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান আজাদ, সংবর্ধিত শিক্ষক আলমগীর সাইফুল ইসলাম খুশি, পীরগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, বাশিস পীরগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, কুমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। পরে পাঁচজন গুনীশিক্ষককে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply