সুলতান আহমেদ সোনা ।- “করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি’’ শ্লোগানকে সামনে রেখে পীরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হচ্ছে। সেবা সপ্তাহে পীরগঞ্জ উপজেলায় সক্ষম দম্পতিদের সচেতন করা, বন্ধকরণসহ জন্মনিরোধক সামগ্রী প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। উপজেলা পঃপঃ বিভাগ জানিয়েছে সেবা সপ্তাহে ৭ ডিসেম্বর সোমবার পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ২৫ জন মহিলার ইমপ্লান্ট সম্পন্ন করা হয়েছে। এদিন ইমপ্লান্ট কার্যক্রম পরিচালনা করেন উপজেলার এমওএমসিএইচ ডাঃ শ্রাবন্তি চৌধুরী। উপস্থিত ছিলেন এফ ডাব্লিউ ভি আকলিমা খাতুন, এফ ডাব্লিউ ভি নজরুল ইসলাম, এফ ডাব্লিউ এ রেবেকা আশফা, মাকছুদা হেনা, মোরশেদা খাতুন, ফেরদৌসী আরা, জান্নাতুন নাহার, আন্জু আরা বেগম, ল্যাম্ব এর সিএসবি খালেদা বেগম, লায়লা বেগম প্রমুখ।
Leave a Reply