পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার বাংলাদেশে জাতীয় সমবায় দিবস পালন করা হয়ে থাকে।
বিধান মেনে ২ নভেম্বর /২৪ খ্রি: শনিবার সারা দেশে যথাযথ গুরুত্ব সহকারে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল“ সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ”।এদিন রংপুরের পীরগঞ্জে, উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে ছিল শোভা যাত্রা,আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও আপ্যায়ন।
এদিন সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রার নেতৃত্ব দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম। এই শোভা যাত্রায় উপজেলার ৪৫টি সমবায় সমিতির সদস্যরা মিছিলসহকারে উপজেলার গুরুত্বপূর্ণসহকগুলো প্রদক্ষিণ করে।
বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উত্তোলনের পর উপজেলা পরিষদ হলে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছঃা খাদিজা বেগম।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায়ের সূচনা থেকে সমবায়ের বর্তমান ভাবনার উপর আলোচনা করেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, শিক্ষক কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন কালব -এর সভাপতি ইয়াতিমুল হাসান লিটন, বন কর্মকর্তা মিঠু তালুকদার, ক্ষুদ্র কৃষক কর্মকর্তা শরিফুল ইসলাম, বিআরসি (সেচ) উপ-সহকারী নাজমুল হোসেন,মিল্ক ভিটা কর্মকর্তা মৃনময় রায়,এসোগড়ি সমাজ সমবায় সমিতির সভাপতি মৃদুল মিয়া, উপজেলা তথ্য আপা জান্নাতুল রেহেনা প্রমুখ।
সভায় প্রধান অতিথি ইউএনও খাদিজা বেগম উপস্থিত সমবায়ীদের উৎসাহিত করে বলেন, আমরা চাইবো পীরগঞ্জের সমবায়ীরা উন্নয়ন মূলক কাজ করে বাংলাদেশের উদাহরণ হবে। তিনি বলেন, কেউ প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণকে কাজে না লাগালে বিবেকের কাছে দায়ি থাকবেন। তিনি ঋণ নিয়ে যথা সময়ে ঋণ পরিশোধের পরামর্শ দিয়ে বলেন, ঋণ খেলাপী হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে সমবায়ী মৎস্য চাষি , মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন,দয়া করে কেউ মাছের খাবার হিসেবে বিষ্টা ব্যবহার করবেন না। পরে উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়।
Leave a Reply