নিজস্ব প্রতিবেদক।- মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুম্পমাল্য অর্পণ, র্যালী, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি।
আজ বুধবার সকালে রংপুর জেলা বিএনপির সভাপতি ও রংপুর-৬ আসনের কান্ডারী সাইফুল ইসলামের নেতৃত্বে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, উপজেলা বিএনপি নেতা ইয়াতিমুল লিটন, নিকসন পাইকার, উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ পীরগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কলেজ ছাত্রদলসহ পীরগঞ্জের সকল ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply