রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

পীরগঞ্জ পৌরসভার নির্বাচন: বিদ্রোহীতে বিপর্যস্ত দলীয় প্রার্থীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ বার পঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার নির্বাচন জমে উঠেছে । পৌষের শীতকে হার মানিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুুটছেন নির্বাচনে অংশ গ্রহন করা প্রার্থীরা। এ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন মেয়র পদে ৬ জন প্রার্থী। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়ায় নাখোশ স্থানীয়রা। তাই সভা-সমাবেশে নৌকার কথা বললেও তাঁরা কাজ করছেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে। অন্যদিকে বিএনপিতেও রয়েছে বিদ্রোহী প্রার্থী। ভোটের মাঠে তাঁর অবস্থানও ভালো। ফলে বিদ্রোহীদের দাপটে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছেন আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীরা। এবার পৌর মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র কশিরুল আলম, বিএনপি থেকে রেজাউল করিম রাজা, জাতীয় পার্টি থেকে তৈয়ব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক ও জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন প্রতিদ্ব›িদ্বতা করছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কশিরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি সব সময় জনগণের জন্য কাজ করি। জনগণ আমাকেই ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’ অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষ পদপ্রার্থী রেজাউল করিম রাজার সাথে কথা হলে তিনিও একই ধরনের অভিমত ব্যক্ত করেন।
এদিকে নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতিক) নিয়ে আওয়ামী লীগ নেতা ইকরামুল হক ও (জগ প্রতিক) বিএনপি নেতা জয়নাল আবেদিন।

পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

উলেখ্য যে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে দলটির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।

অপরদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করায় ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদীন কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলার দফতর সম্পাদক মামুনু উর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com