দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন ধর্মীয় অনুভবকে মনে প্রাণে বিশ্বাস করে রমজানে এ মাসে সবর, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা ও সংযম সাধনকে জয় করতে হবে। তবেই মহান আল্লাহপাকের নৈকট্য লাভ করা যাবে। যার প্রতিদান হচ্ছে জান্নাত। ইসলাম ও মুসলিম উন্মাহর জন্য এ মাস অপরিসীম, গুরুত্ব ও তাৎপর্যের অধিকারী। রোযা রাখা সৃষ্টিকর্তার প্রতি ভক্তি নিবেদনের সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের শান্তি, ন্যায়বিচার, সমতা ও সমবেদনার অঙ্গীকার নিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এদেশ সোনার বাংলায় পরিনত হচ্ছে। সকল ধর্মের মানুষ শান্তিতে আছে। তাদের নিজ নিজ ধর্ম পালন করছে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে। আজ দেশের মানুষ শান্তিতে আছে দেশে আজ উন্নয়নের মাইলফলক স্পর্শ করেছে।
২৫ এপ্রিল সোমবার হুইপ ইকবালুর রহিম এমপি পবিত্র মাহে রমজান উপলক্ষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ –এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বারিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, স্বাচিব দিনাজপুরের সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক ডাঃ আহাদ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত¡াবধায়ক ডাঃ ফজলুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল পারভেজ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক শামীম কবির, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আরমান হোসেন, সাধারন সম্পাদক ডাঃ জেবা ফারিয়া ঐশীসহ চিকিৎসকবৃন্দ, সাংবাদিক, ইন্টার্ণ চিকিসক, ছাত্রলীগসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply