শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ  পীরগঞ্জে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা ঘোড়াঘাটের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার পীরগঞ্জ টিটিসির নবাগত অধ্যক্ষকে দায়িত্ব প্রদানে  টলিবাহানার অভিযোগ পীরগঞ্জে  ব্যবসায়ীর সোয়া পাঁচলাখ টাকা ছিনতাই পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করলেন  ধানের শীর্ষে প্রার্থী  অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামসুজ্জামান সামু  রংপুর-৬ পীরগঞ্জ আসনসহ ৬টিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত  বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না- নুরুল হুদা বাবু

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত
 দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ আশরাফুল আলম।-দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন স্থানীয় গ্রাহকরা। (২নভেম্বর) বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়ীয়ে ফুলবাড়ীবাসী ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার শতশত নানা শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা  সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক এ এম  শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান,বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জুলাই যোদ্ধা সাব্বির হোসেন, শিপন আহমেদ, ব্যবসায়ী সোহেল রানা, সাজু আশরাফিসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকার  হাসিনার  বিদ্যুৎ বিভাগ থেকে তার শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুতের এনালগ মিটার থেকে ডিজিটাল মিটার নিতে গ্রাহকদের বাধ্য করেছে। প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প মূলত তাদেরই লুটপাটের একটি প্রকল্প। ২০১৭ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়। এরপর হাসিনা সরকারের পতন হলেও তাদের থেকে যাওয়া দোসররা ওই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লুটপাটের ব্যবস্থা করে দিচ্ছে।
তারা আরও বলেন, ফুলবাড়ীর শান্তিপ্রিয় মানুষ জানে কিভাবে আন্দোলন করতে হয়। তারা দেখিয়েছে কয়লাখনি বিরোধী আন্দোলন। সেসময় জীবন দিয়ে ফুলবাড়ী উন্মুক্ত কয়লাখনি প্রকল্প প্রতিহত করেছিল। যদি আবারও ফুলবাড়ীর জনগণের স্বার্থ বিরোধী কোন প্রকল্প গ্রহণ বা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তবে ফুলবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবেই তা প্রতিহত করবে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় ভার নেসকোকেই বহন করতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলসহ স্থাপন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই প্রকল্প বন্ধে দাবী সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com