উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- প্রতিবন্ধী পিতার মাদ্রাসা পড়ুয়া চৌদ্দ বছর বয়সী সন্তান ফিরোজ হাসান। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের বাড়তি আয়ের জন্য কাজ নিয়েছিল এক কুঁড়ার মিলে। একই সঙ্গে মো. মেহেদী (১৫), তুষার (১৪) ও তুহিন (১৩) নামের তার তিন বন্ধুও কাজ করছিল। কাজও করছিল ঠিকঠাক কিন্তু মজুরি চাইলেই তাদের শুনতে হতো অনেক গালমন্দ। এরই এক পর্যায়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ওই কিশোররা মজুরী চাইলেই তাদের মধ্যযুগীয় নির্যাতন শুরু করে মিল মালিক ও তাদের সাঙ্গপাঙ্গরা। নির্যাতনের শিকার কিশোররা সারা শরিরে ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনাটি মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার প্রেক্ষিতের থানায় হত্যাচষ্টার মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও অজ্ঞাতকারণে অধরাই থেকে যাচ্ছে প্রভাবশালী অভিযুক্ত মিল মালিক ও তার সাঙ্গপাঙ্গরা।
সরেজমিনে গিয়ে ওইসব আহত কিশোরদের সাথে কথা বলে জানা যায়, মজুরির বকেয়া টাকা চাওয়ায় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মিল ঘরে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মঙ্গলবার রাতে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। নির্যাতনের শিকার কিশোর এই শ্রমিকরা উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের বাসিন্দা।
মধ্যযুগীয় নির্যাতনের শিকার ফিরোজ হাসান জানান, করোনার কারনে মাদ্রাসা বন্ধ থাকায় সে ও তার তিন বন্ধু ধানের গুড়ার(কুঁড়া) মিলে কাজ নেয়। মিলের মালিক মহিপুর জামতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইয়াকুব আলী বলেছিল তাদেরকে প্রতিদিন ৫৫০ টাকা করে মজুরী দেওয়া হবে। কিন্তু তারা কাজ করলেও নিয়মিত বেতন দেওয়া হতো না। এভাবে তাদের বেতনের ১৪ হাজার টাকা আটকে রাখা হয়। তারা বকেয়া বেতন চাইলে মালিক পক্ষ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা কাজ ছেড়ে দেয়। কিন্তু গত মঙ্গলবার দুপুরে বেতন দেওয়ার কথা বলে ইয়াকুব তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তাদেরকে মিল ঘরে আটকে রেখে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ইয়াকুবসহ চারজন লোহার রড়, বাশঁ, কাঠ, হাতুড়ি ও প্লায়ার্স দিয়ে নির্যাতন চালায়। শরীরের বিভিন্ন স্থান থেকে তাদের চামড়া তুলে নেওয়া হয়। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। লোহার রড়ের আঘাতে তার কলার বর্ন ভেঙ্গে গেলে বলে ফিরোজ হাসান জানায়। নির্যাতনের শিকার মেহেদী (১৫), তুষার (১৪) ও তুহিনের (১৩) ফিরোজের দেয়া একই ধরণের কথা বলেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
মেহেদীর মা মিনা বেগম বলেন, “প্রতিবেশিদের কাছে সংবাদ পেয়ে আমি মিল ঘরে গিয়ে আমার ছেলে ও তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা করি। এসময় মিল মালিক ইয়াকুব আমাকে শারিরিকভাবে নির্যাতন করে। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাদের উদ্ধার করি।”
স্থানীয় প্রত্যক্ষদর্শী রেখা বেগম বলেন, “কিশোরদের চিৎকারে আমরা মিল ঘরে ছুটে যাই। আমাদের সামনেই তাদেরকে হাতুরি দিয়ে পেটানো হয়। এসময় তুষার পানি খেতে চাইলে ইয়াকুব তুষারের মুখ পা দিয়ে চেপে ধরে।”
তুষার (১৪) ও তুহিনের (১৩) বাবা রংমিস্ত্রী স্বপন বলেন, “আমার দুই সন্তানকে তারা অমানবিকভাবে পিটিয়েছে। প্লায়ার্স দিয়ে হাতের তালু ও পায়ের চামড়া তুলে নিয়েছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে তুহিনের পা ভেঙ্গে দিয়েছে। টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছি না। আমি এ ঘটনার বিচার চাই।“
এ ঘটনায় নির্যাতনের শিকার তুষার ও তুহিনের পিতা স্বপন আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে গুঁড়ার মিল স্থাপনের কারনেও ভোগান্তিতে রয়েছেন এলাকার জনগণ। মিলের দূষণের কারণে গোটা এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এলাকার রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, কয়েক বছর আগে মিলটি অবৈধভাবে তৈরি করা হয়েছে। এর ফলে আশেপাশের পানের বরজ, জমি নষ্ট হয়েয়ে যাচ্ছে। মিলের ধোঁয়া ও গুঁড়ার কারণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বুধবার রাতে ইয়াকুবসহ চার জনের বিরুদ্ধে একটি হত্যাচষ্টার মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply