মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া গণমানুষের সংগঠন আওয়ামীলীগ – স্পীকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২২১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং দেশের বর্তমান উন্নয়নসহ সকল অর্জনই এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলার গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে।

আওয়ামী লীগের সেই ঐতিহ্যকে ধরে রেখে দেশকে ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মাননীয় স্পীকার।

রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন/২১ বুধবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পীকার।

স্পীকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তার ফলশ্রæতিতে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের যথাযথ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতা-কর্মীদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পীকার ।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আজিজুর রহমান রাঙার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সহসভাপতি মোঃ মকবুল হোসেন সরদর, শ্রম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুল ,সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী প্রমূখ । অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন। সভায় স্থানীয় নেতা-কর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com