কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইন উদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল¬াহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রহমান, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারী জঙ্গি, মৌলবাদি, সম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর বাংলায় তাদের প্রতিরোধ করা হবে।
Leave a Reply