সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

বাজিতপুরে খুন মামলায় ছেলের ফাঁসি: বাবা-মাসহ পাঁচজনের যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক মো. ছিদ্দিক মিয়া (৩৮) হত্যা মামলায় মো. জুয়েল মিয়া (২৭) নামে এক আসামিকে মৃত্যুদন্ড এবং তার পিতা জজ মিয়া, মাতা রহিমা খাতুন ও ছোট ভাই কাকন মিয়াসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্তরা সবাই বাজিতপুর উপজেলার বড়মাইপাড়া হিলচিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত জুয়েল মিয়া, যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জয়নাল আবেদীনের ছেলে মাহবুব হাসান রঞ্জু (৩৫), মৃত চান্দু মিয়ার ছেলে জজ মিয়া (৫২) ও তার স্ত্রী রাহিমা খাতুন (৪৭) আদালতে উপস্থিত থাকলেও মৃত মজলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও জজ মিয়ার ছেলে কাকন মিয়া (২০) পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি বিকালে বাজিতপুর উপজেলার বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বাথরুম নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আসামিরা মৃত আহম্মদ আলীর ছেলে ছিদ্দিক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাস্তায় ছিদ্দিক মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ২৩ জানুয়ারি নিহতের বড় ভাই মানিকুজ্জামান বাদী হয়ে ছয়জনের নামাল্লেখ করে বাজিতপুর থানায় হত্যা মামলা (নং-১০(১) ১৬ দায়ের করেন। মামলাটি পুলিশ ও সিআইডি পুলিশ তদন্ত করে। সবশেষ ২০১৬ সালের ৩০ জুন সিআইডির এসআই মুহাম্মদ নজরুল ইসলাম তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করেন। সাক্ষ্য-জেরায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে এডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com