মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়ব্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর), বজ্রকথা প্রতিনিধি।-২১ জুলাই/২৫খ্রি: সোমবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়ব্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগমের সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা মোছাঃ জেসমিন আকতার এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা  সভায়, সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ইমাম, নিকাহ রেজিষ্টার(কাজী) ইসলামী ফাউন্ডেশন এর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব,অংশগ্রহন করেন।

এদিন অনুষ্ঠিত এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাহিদ আল মুনতাকিম, বড়দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা: মাফিয়া আকতার শীলা,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপার ভাইজার মোঃ সাজেদুল বারী, সাংবাদিক সুলতান আহমেদ সোনা, কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আজাদ বাবলু, চৈত্রকোল ইউনিয়নের কাজী মোজাফ্ফর হোসেন, গাজী খা জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহিম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ রেজাউল করিম প্রমুখ।

ওই সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম তার বক্তব্যে বলেছেন, প্রতি মাসেই বাল্য বিয়ে হচ্ছে। বাল্য বিয়ের কারণে অর্ধেক মেয়ে ঝরে পড়ছে। তিনি বলেন, প্রতি মাসে ২৮টি করে বাল্য বিবাহ হচ্ছে। প্রত্যেক কাজী বাল্য বিয়ের সাথে জাড়িত বলে তিনি মন্তব্য করেন। খাদিজা বেগম বলেছেন, রাউন্ড টেবিল বৈঠকের কোন গুরুত্ব নেই। তিনি বাল্য বিয়ে বন্ধে সমাজের  দায়বব্ধ জনগোষ্ঠিকে ভুমিকা রাখার আহবান জানান। নির্বাহী কর্ম কর্ত াযে কোন একটি ইউনিয়নকে বাল্য বিয়ে মক্ত ঘোষাণার জন্য জননী প্রকল্পকে পরামর্শ প্রদান করেন।

এদিন সভায় বাল্য বিয়ে বন্ধে অন্যান্য বক্তাদের দেয়া পরামর্শগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সেই সাথে উপজেলার কুমেদপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে উদ্যোগ নেয়ার জন্য জননী প্রকল্পের প্রতি আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com