মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

বিএনপি’র ক্ষয়িষ্ণু অবস্থার জন্য দলটির অহমিকা বোধ দায়ী -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আত্মমর্যাদা আর আত্ম অহংকার এক নয়। আত্ম অহংকার প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বের বর্জন করা উচিত। আত্ম অহমিকা বোধ রাজনৈতিক ধারাবাহিকতা বিকাশের পথে একটি বড় অন্তরায়। যেমন বিএনপি’র আজকের ক্ষয়িষ্ণু অবস্থার জন্য দলটির অহমিকা বোধ দায়ী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে আত্মমর্যাদার সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনা তাঁর সুযোগ্য নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
১২ সেপ্টেম্বর ২০২১ রোববার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ৪২ লাখ টাকা ব্যয়ে ‘ডধঃবৎ ড়ভভরপব’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com