বজ্রকথা প্রতিনিধি।- সাহিত্য- স্ংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল সম্প্রীতির উঠোন কমিটির সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র বর্মন এর মাতা শ্রদ্ধেয় বিলাশিনী বালা গত ১১ ডিসেম্বর/২৫খ্রি: বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকার সময় ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার মৃত্যুতে এফসাকল পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
শ্রদ্ধেয় বিলাশিনী বালার মত্যুতে শোক প্রকাশ করেছেন,এফসাকল এর দক্ষিণ এশিয়ার প্রধান উপদেষ্টা কবি দিলরুবা শাহাদৎ,সভাপতি তারা বাহাদুর বুধা থোকী, জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা, জয়েন সেক্রেটারী কবি নাঈমা নিমো, এফসাকল- বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদ, সহ-সভাপতি এজেএম সিরাজুল ইসলাম, একেএম আমিনুর রহমান খোকন,সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম মুকুল, ওমেন্স ফোরাম এর সদস্য রোকসানা বেগম সাগরিকা, নাজমিন বেগম, সম্প্রীতির উঠোন কমিটির সভাপতি বাবু তরণী কান্ত মন্ডল,পশ্চিমবঙ্গ ভারত থেকে শোক প্রকাশ করেছেন, মো: সহ-সভাপতি হাফিজুর রহমান, বিশিষ্ঠ লেখক মোঃ নজরুল ইসলাম।
Leave a Reply