মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুরে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আক্কাস আলী। তিনি বলেন, আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে বিরামপুরকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলমত নির্বিশেষে সবাইকে এক করে এলাকার উন্নয়ন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার মেয়র প্রার্থী অধ্যাপক আক্কাস আলী।
৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিরামপুরের ঢাকা মোড় ন্যাশনাল ব্যাংকের নিচে আওয়ামীলীগ অফিসে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেষ চন্দ্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, আওয়ামী সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ বিরামপুর উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply