রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

বিরামপুর জামায়ের ১৬ নেতা-কর্মী আটক 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী’র ১৬ নেতা-কর্মীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত্রা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের চাঁদপুর মহল্লার মৃত দরবেশ মিয়ার ছেলে তোতা মিয়া (৬৭), কলেজপাড়া মহল্লার মৃত তাছের উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন বাদল (৪৫) পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত ছয়মুদ্দিন মন্ডলের ছেলে সামসুদ্দিন আহমেদ (৫৫), টাটকপুর মহল্লার মৃত এম এ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান(৪০), জোতমাধব গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিল উদ্দিন (৩৫), বুজরুক গঙ্গাপুর (চিরির পাড়) গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান(৬৫),একই গ্রামের আবু তালেবের ছেলে আক্কাস আলী(৩২),শ্যামনগর গ্রামের মৃত আমিরুল্লাহ ছেলে মোজাফফর রহমান (৭৩), খিয়ার মাহমুদ গ্রামের মৃত কাইমুদ্দিনের ছেলে নুর জামান (৪০), মাধুপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩২), মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের মৃত মহবতুল্লাহ’র ছেলে রফিকুল ইসলাম (৫০), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের শওগত আলীর ছেলে নাইম ইসলাম (১৮), পার্বতী উপজেলার লাল বিলাস গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (৩৭), একই উপজেলার তাজনগর গ্রামের মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), ফুলবাড়ী উপজেলার শ্রী হরিপুর (মেলা বাড়ী) গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।
বিরামপুর থানান অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মমনুল ইসলাম জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর পৌর শহরের গারোয়ানপাড়া মোড় হইতে আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ জামায়েত ইসলামী’র কর্তৃক আনুমানিক ৮০/৯০ জন নেতা-কর্মী একত্রিত হয়ে বাশেঁর লাঠি, ছোট বড় ইটের ভাঙ্গা টুকরা, গাছের ডাল, লোহার রড নিয়ে দিনাজপুর টু বগুড়া মহাসড়কে রাস্তার উপর যান-চলাচল বিঘ্ন সৃষ্টি করে বিক্ষোভ মিছিলসহ নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা করে যা অর্ন্তঘাত মূলক কর্মকান্ডের সৃষ্টি করে এবং সাধারন মানুষের সহজতর চলাচলের বাধা বিঘ্নসহ ভয়-ভৃতীর সৃষ্টি করে। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে চলাচলকারী যানবাহনে অতর্কিত হামলা করার প্রাক্কালে ধাওয়া করে ঘটনাস্থল হইতে ১৬ জন বাংলাদেশ জামায়েত ইসলামী’র নেতা-কর্মীকে আটক করা হয়। এসময় অন্যান্য নেতা-নেতাকর্মীগন কৌশলে পালিয়ে যায়।বর্তমানে যানবাহম ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রহিয়াছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী’র ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com