নিজস্ব প্রতিবেদক।-দিনাজপুরে সপ্তম ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পরপর দুইবারের সাবেক চ্যাম্পিয়ন বালুবাড়ি একাদশ ৬-১ গোলের বিশাল ব্যবধানে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। এতে তৃতীয় শিরোপার সন্নিকটে এসে দাড়িয়েছে তারকা সমৃদ্ধ দলটি।৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ নেয় বালুবাড়ি একাদশ বনাম বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
এর আগে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হোন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী রেজা, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব মো. নাসিম প্রমুখ।প্রথম সেমিতে দলের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সল হাবিব সুমন, প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বালুবাড়ি একাদশ দলের পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ সপু আহম্মদ, সদস্য সচিব মনতাজুর রহমান মনতা, সমন্বয়ক এনাম উল্লাহ জ্যামী, কোচ আব্দুল্লাহ আল সৌরভ, মিডিয়া পার্সন আব্দুর রাজ্জাক প্রমুখ।এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফুলবাড়ি ডাবলু এফসি বনাম রাণীশংকৈল এসআরএফসি।
Leave a Reply