বজ্রকথা ডেক্স।– আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলায়হি রাজেউন) তিনি ৩০ ডিসেম্বর/২৫ খ্রি: মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় পরলোকগমন করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসছে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।এছাড়া বুধবার ৩১ ডিসেম্বর/২৫খ্রি: সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply