ব্যক্তিত্বের সৌরভে মহৎ জীবনের দ্যুতি
লেখক- রাজু আহমেদ
মানুষের প্রতি মানুষের মুগ্ধতা শুরু হয় ব্যক্তিত্ব ও ব্যবহার দেখে। চেহারার চাকচিক্য দেখেও মুগ্ধতার জন্ম হতে পারে, তবে সেখানে মোহভঙ্গ হতে সময় লাগে না। ব্যক্তিত্বের স্নিগ্ধতা মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং আস্থার আস্তরণ সৃষ্টি করে। ভালো ব্যবহারের প্রতি মানুষের দুর্বলতা আজন্মের। একজন বিনীত মানুষ ভরসার কেন্দ্রস্থলে অবস্থান করে। বিশ্বাস রাখা যায়—এমন মানুষ সমাজ-সংসারের সম্পদ। যে মানুষের ব্যবহার ভালো, তার সঙ্গে উপোসেও সুখে কাটানো যায়। ব্যক্তিত্ব এমন পূজনীয় সম্পদ, যা মানুষকে প্রত্যহ মহান করে তোলে। প্রতিশ্রুতি রাখা, ঋণ শোধ করা এবং বিনীত থাকা—এমন গুণগুলো কখনোই কাউকে ছোট করে না।
আত্মঅহমিকা, দম্ভ এবং বড়ত্ব মহৎ ব্যক্তিত্বের শত্রু। অর্থের লোভ এবং ক্ষমতার মোহ মানুষের ব্যবহারকে বিপথগামী করে। নত হওয়া মানে ছোট হওয়া নয়—এই বোধ যাদের মধ্যে জন্মে, গন্তব্যের স্পর্শ ছাড়া তাদের জীবনের গতি শ্লথ হয় না। পৃথিবীতে সম্পদ ও ক্ষমতা অস্থায়ী। অতিরিক্ত যা কিছু, তা কারও কোনো উপকারে আসেনি, বরং ক্ষতি করেছে ঢের। তবুও কিছু মানুষ ধ্বংসের পথ থেকে ফেরে না। ত্যাগের মহিমায় যে জীবন উদ্ভাসিত হয়নি, সে জীবন আলোকের স্পর্শ থেকে বঞ্চিত থেকেছে। স্যাক্রিফাইজের ছায়ায় বিশ্রাম নিতে হবে।
অমুকে ভালো মানুষ’—এই স্বীকৃতি আদায় পর্যন্ত ভালো কাজ বন্ধ না হোক। তারপর থেমে যাওয়া? না, ভালো কাজের গতি আরও বাড়িয়ে তোলা।
অর্থ-সম্পদের প্রয়োজনীয়তা অস্বীকার্য নয়, তবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সম্মান। সম্মানহীন দুনিয়ায় জীবনের সৎকার হয়ে গেছে, তার পরে বেঁচে থাকাটাই বরং বোঝা। মানুষের সঙ্গে প্রয়োজন ও অপ্রয়োজনে ভালো ব্যবহারের জালের বিস্তার ঘটাতে হবে। চেষ্টার সবটুকুতে রাখতে হবে চরিত্রের উৎকর্ষতা। সবার মন জয় করা মানুষের অসাধ্য। তবে আত্মতৃপ্তির বিজয়গাঁথায় যেন নিজেকে ধন্য করা যায়। সবটুকু শ্রম-সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। বলতে হবে ভালো কথা, ভালোবাসার কথা।
কাউকে অহেতুক ব্যথা দেওয়া, খোঁটা দিয়ে কথা বলা কিংবা মনোকষ্টের কারণ হওয়া—ব্যক্তিচরিত্রের কদর্য রূপ। পথ চলতে চলতে, বন্ধনের সুতায় সম্পর্কের মালা গাঁথতে গাঁথতে কিংবা দায়িত্ব-কর্তব্যের ভার বইতে বইতে সততার শপথ অর্জিত হতে হবে। সময়ের সিঁড়িতে সম্মুখে পাড়ি দিতে দিতে যা অতীতের কোলে পড়ে থাকছে, তাতেও যাতে চোখের সুশীতল ছোঁয়া থাকে।
আমরা কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারব না। অথচ ব্যক্তিত্বের পরশ থেকে যাবে ইতিবাচকতার পাতায়। ব্যবহারের আলোকিত দিক শতাব্দীর পর শতাব্দী লোক কথায় বহন করবে মানুষের মুখে মুখে। কারও উপকারে যখন কারও নাম জড়িয়ে যায়, তখন সেটি বিশাল কাজ হয়ে ওঠে—তা আন্দাজ করা যায় না।
ভালোবেসে, উপকার করে কিংবা সহায়তা দিয়ে কাউকে ঋণের জালে বাঁধতে পারা মানে অলিখিত উৎস থেকে লাভের ভাগীদার হয়ে আমলনামা সমৃদ্ধ করা। কারও গোপন প্রার্থনায় থাকা মানে তার নাম স্রষ্টার কাছে পৌঁছে যাওয়া।
কোনো কিছুর লোভ যাতে আমাদের সরল পথ থেকে বিচ্যুত করতে না পারে। নীতি-নৈতিকতার জাল ছিন্ন করে নিজেদের ক্ষতিগ্রস্ত করার ভুল জীবনে কখনোই না হোক। মানুষের ক্ষতির খতিয়ানে আমার নাম যুক্ত হওয়া মানে আমার ভালো কাজগুলোর অর্জনও সেই ঋণের দায় পরিশোধে বিলীন হওয়া। নিজেকে শূন্য করার ফাঁদে জীবন বন্দী না হোক।
জীবনের লক্ষ্য কী? নিঃসন্দেহে সম্মান ও দোয়া। উত্তম ব্যক্তিত্ব ও ভালো ব্যবহার ছাড়া এই ব্যবসায় কেউ সাফল্য অর্জন করতে পারে না। মানুষকে সৎ পরামর্শ দেওয়া, সঠিক পথে পরিচালিত করা এবং ভালো কাজের অংশীজন হওয়া—সম্মানিত হওয়ার সহজ উপায়।
লোভ-মোহে জীবনকে যত জটিল করা হবে, সুখের সঙ্গে ব্যক্তির দূরত্ব তত বাড়বে। স্বল্পায়ুর জীবনে যাতে মহৎ গল্পের ভাগীদার হতে পারি, সে চেষ্টাই অব্যাহত থাকুক। মহৎ জীবনের লক্ষ্যে অল্প অল্প পরিবর্তনের মাধ্যমেই একদিন বিশুদ্ধ মানুষে পরিণত হওয়া সম্ভব। স্বার্থের ঊর্ধ্বে যে সম্পর্ক, তা মানুষকে প্রশান্তির পথে পরিচালিত করে।
‘কি পাব’—এই আশার চেয়েও ‘কি দেব’—সেটার নিশ্চয়তা প্রদান করা খুব বেশিজরুরি। মানুষ তার হায়াতের চেয়ে বেশি বাঁচতে পারে না, তবে মহাকাল পেরিয়েও তার কীর্তিকে মহান করে রাখতে পারে।
Leave a Reply