রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

ভারত বার দেশকে টিকা উপহার দেবে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২২৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- প্রতিবেশীসহ মোট ১২টি বন্ধু দেশকে বিনা মূল্যে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে নেপাল-ভুটানের মতো ছোট জনগোষ্ঠীর দেশগুলোকে সম্পূর্ণ ফ্রি আর বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারত সরকার মঙ্গোলিয়া,ওমান, মিয়ানমার, ফিলিপাইন, বাহরাইন, মালদ্বীপ ও মরিশাসে কোভ্যাক্সিন পাঠাবে। অপর দিকে ভুটান, আফগানিস্তান,নেপাল, বাংলাদেশ ও সিশেলসে পাঠাবে কোভিশিল্ড। এদিকে ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য না হলেও ভারতীয়দের আবিষ্কৃত কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সেটির ক্লিনিক্যাল ট্রায়ালই এখনো শেষ হয়নি। সংবাদ সুত্রে প্রকাশ ভারতে বর্তমানে পাঁচ কোটি ডোজ টিকা মজুত রয়েছে, এর মধ্যে আড়াই কোটি ডোজ রপ্তানি করা যাবে। নেপালের কাছ থেকে করোনা টিকার জন্য কোনো অর্থ নিচ্ছে না ভারত সরকার। তবে বাংলাদেশ উপহার হিসেবে ২০ লাখ ডোজ পাবে। ভুটানও বিনা মূল্যে উপহার পাবে ভারতের টিকা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com