মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স বাড়াতে প্রয়োজন আরবি ভাষা শিক্ষা
লেখক- তাজুল ইসলাম কাউসার
আরবি ভাষা আমাদের কাছে একটি বিদেশী ভাষা। পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষাগুলোর মধ্যে অন্যতম।
আরবি ভাষা বিশ্বের প্রায় ২৮ টি দেশের মাতৃভাষা। ২৫ কোটি মানুষ আরবিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। এ ভাষার অনেক গুরুত্ব থাকার কারণে ১৯৭৩ সালে জাতসিংঘরে সাধারণ অধিবেশনে আরবি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। ইউনেস্কো ২০১২ সালে সর্বপ্রথম ১৮ ডিসেম্বর কে আরবি ভাষা দিবস হিসেবে নির্ধারণ করে। ২০১৩ সালে ইউনেস্কোর উপদেষ্টা পরিষদ আরবি সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ভাষা আরবি। শুধু তাই নয়, (Trade Language) ব্যবসায়িক ভাষা হিসেবে -এ ভাষা অনারব দেশের প্রায় প্রতিটি পণ্যের মোড়কে শোভা পায়। পণ্যের গুণগত মান ও বিজ্ঞাপন সংবলিত আরবি লেখা আমাদের দেশের ৫টাকার বিস্কুটের প্যাকেট লক্ষ্য করা যায়। এতে অতি সহজেই আমাদের কাছে আরবি ভাষার মর্যাদা, গুরুত্ব ও এ ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অনুমিত হয়।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে আরবি চর্চা হয়। অমুসলিমরা আরবির চর্চা করে ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা ইসলামকে জানার জন্য। আর মুসলমানরা আরবি শেখে ধর্ম ও ব্যবসা-বাণিজ্যের জন্য। বিশেষ করে বাংলাদেশের জনগন ধর্মীয় কারণ ছাড়াও অর্থনৈতিক কারণে আরবি ভাষাকে গুরুত্ব দেয়। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি হচ্ছে রেমিটেন্স আর এই রেমিটেন্সের সিংহভাগ আসে আরব বিশ্ব থেকে। বিশ্ব ব্যাংকের এক রিপোর্টে জানা যায়, ২০২০ সালে সকল অধিবাসীগণ ২১.৮ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। এই বিপুল সংখ্যক রেমিটেন্সের ৭৩% আসে (GCC) Countries অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের এই বিশাল শ্রমবাজারের প্রধান অবস্থান প্রতিষ্ঠা করা এবং তা উত্তরোত্তর সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ সরকার আরো উদ্যোগী হবে।
প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে আরব- বিশ্বে। অথচ আরবি ভাষার সঙ্গে তাদের পূর্ব কোনো সম্পর্ক থাকছে না। তারা পেশাগতভাবে আরবি ভাষায় দক্ষ না হওয়ায় যথাযোগ্য বেতন ভাতা ও নানাবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিশাল শ্রমশক্তি আরবি ভাষায় সুদক্ষ না হওয়ায় যথাযথ মর্যাদা পাচ্ছেন না। বিশিষ্ট গবেষক ড. মোঃ আবু বকর সিদ্দিক বলেন, কাজের ক্ষেত্রে একসময় ভাষাগত দক্ষতা না থাকলেও তেমন সমস্যা হতো না, কিন্তু বর্তমানে বিদেশি কোম্পানিগুলো আরবি ভাষা জানা শ্রমশক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। ভারত, চীন, জাপান, কম্বোডিয়া ও মালয়েশিয়ার মতো আমাদের দেশেও-যদি সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদেশগামী শ্রমশক্তিকে ভাষাগত দক্ষ করে প্রেরণ করা যেত, তাহলে আরবিভাষী দেশগুলোতে নিজেদের অবস্থান আরো মজবুত ও সুদৃঢ় করতে পারত এবং দেশের আরোও অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা(foreign currency) আসত।
Leave a Reply