রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

মাচা পদ্ধতিতে তরমুজ চাষে সাফল্যের পথে কলেজ ছাত্র উজ্জ্বল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২০৩ বার পঠিত

আবু তারেক বাঁধন, হরিপুর থেকে ঘুরে।- প্রতি ইঞ্চি জমি আবাদের লক্ষে অসময়ে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করেছে এক কৃষক পরিবারের সন্তান।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা হরিপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, প্রতি ইঞ্চি জমি আবাদের লক্ষ্যে বিনা মৌসুমে তরমুজ চাষ করে সাফল্যের পথে কৃষক পরিবারের সন্তান উজ্জ্বল হাসান রাজভীর নামের এক কলেজ ছাত্র। সমতল ভূমি থেকে খানিকটা উপরে মাচা তৈরি করে চাষ করা হয় অন্য মৌসুমের ফসল তরমুজ।

সাধারণত এ মৌসুমে তরমুজ চাষ খুবই কষ্টকর। তবে মাচা পদ্ধতির এই চাষ বর্ষা মৌসুমেও বেশ সহনশীল। এতে সার প্রয়োগও মৌসুমী ফসলের তুলনায় অনেক কম। এমনি চাষ পদ্ধতি দেখা গেছে হরিপুর উপজেলা পরিষদ থেকে দেড় কিংবা দুই কিলোমিটার দূরে কারীগাঁও নামক এলাকায়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র হরিপুর উপজেলার উজ্জ্বল হাসান রাজভীর লকডাউনকে কাজে লাগিয়ে ৩৫ শতাংশ জমিতে তরমুজ চাষ করে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ৫০ দিনের মধ্যে স্বল্প সময়ে ব্ল্যাক বেবি জাতের তরমুজের ফলনও হয়েছে ভাল।

জানা যায়, কৃষক পরিবারের সন্তান উজ্জ্বল। তবে কৃষি কাজের অভিজ্ঞতা নেই বললেই চলে। এই প্রথমবারের মতো কৃষি কাজে নিয়োজিত হয়েছেন তিনি। তাও আবার ভিন্ন মাত্রায়।

উদ্যোক্তা উজ্জ্বল হাসান রাজভীর জানান, এটা সর্বপ্রথম আমি ইউটিউব ও অন্যদের দেখে শুরু করি। আমি কৃষক পরিবারের সদস্য এই উপজেলার সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নিয়েছে , মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই করোনা কালীন সময়ে বাংলাদেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে। সেই অনুযায়ী আমি এই প্রজেক্টটি করেছি।

তিনি আরও জানান, প্রথমে বীজ রোপণ করি। রোপণ করার ২৫ থেকে ৩০ দিনের ভেতরেই এর ফুল ফল আসতে শুরু করে। এরপর ফল একটু বড় হলেই মাচা তৈরি করে দিতে হয়। মৌসুমে তরমুজ চাষে বৃষ্টি হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাচা পদ্ধতির চাষে এই আশঙ্কা খুবই কম এবং এটি একটি বৃষ্টি সহনশীল জাত। আমার এখানে খবর হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা বাজারদর ভালো হলে ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হতে পারবো।

উদ্যোক্তার ভাই সাদেক জানান আমার ভাই বাপের পৈতৃক সম্পত্তি ২ বিঘা জমির মধ্যে ৩৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শ ও ইউনাইটেড সিড কোম্পানির সহযোগিতায় ৩৫ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করে বিদেশী জাতের ব্ল্যাক বেবি তরমুজের। নিয়মিত পরিচর্চা করায় মাত্র ৫০ দিনের মধ্যে এই দুই জাতের তরমুজের ব্যাপক ফলন হয়েছে।

গত জুলাই মাসের শুরুর দিকে এই প্রক্রিয়া শুরু করেন তিনি‌ বর্তমানে তরমুজ ক্ষেতের বয়স প্রায় দুই মাসের কাছাকাছি।

ক্ষেত ঘুরে দেখা যায়, মাচার উপরেই সবুজ লতায় মোরানো তরমুজ গাছ। মাচার নিচের দিকে ঝুলে রয়েছে নেট বেগে মোরানো তরমুজ।কম বেশি প্রত্যেকটি তরমুজ ওজনে প্রায় ২-৩ কেজি। কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে বাজার জাত করতে পারবেন এই তরমুজ।

এ ব্যাপারে কথা হলে হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা গুলজার রহমান জানান, হরিপুর উপজেলা ঠাকুরগাঁওয়ের একটি প্রত্যন্ত এলাকা এই এলাকায় খুব উচ্চ মূল্য ফসল তরমুজ চাষ করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে মাত্র ৬০দিনের মধ্যে এই ফলন আমরা ঘরে তুলতে পারবো। এবার হরিপুর উপজেলায় এক হতে দুই হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে ফলনও ভালো হয়েছে কৃষকরা বেশ লাভবান হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, এভাবে তরুণ উদ্যোক্তারা যদি কৃষি ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে আমাদের কৃষি সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বানিজ্যিক কৃষিতে রূপ নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com