রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

মাদ্ররাসায় জাতীয় সংগীত গাইতে হবে – হানিফ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স ।- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ১০ ডিসেম্বর বৃস্পতিবার দুপুরে জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহতকরণের লক্ষ্যে মসজিদের ইমাম ও ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, প্রতিটি মাদরাসায় জাতীয় সংগীত গাইতে হবে ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কারণ সংবধিানে আছে, এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি মসজিদের ইমামদের উদ্দেশ্যে আরো বলেছেন, ভার্স্কয নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিষ্কারভাবে বলবেন, ইসলামে ভার্স্কয সাংর্ঘষকি নয়, নিষদ্ধিও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না। তনি বলেন, কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টয়িা-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com