ডেক্স রিপোর্ট।- ।- সামরিক অভ্যুত্থানের সাফাই গেয়ে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং শিগগিরই পূনরায় নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রæতিও দিয়েছেন। সেই সাথে তিনি এও বলেছেন মিয়ানমারের পররাষ্ট্রনীতির পরিবর্তন করা হবে না এবং সামরিক সরকারের শাসনামলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে না । এদিকে সামরিক অভ্যুত্থানের প্রায় এক সপ্তাহ পর সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান মিন অং লাইং। তাঁর পুরো বক্তব্য ছাপা হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায়। সেখানে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করলেও এই ইস্যু নিয়ে কথা বলেন তিনি। লাইং বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে গৃহহীন লোকজনকে যেভাবে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার কথা ছিল, তা অব্যাহত থাকবে। ১৯৮২ সালের নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেওয়া হবে। এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে থাকা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে মিয়ানমারের স্বার্থ ক্ষুন্ন হয়, এমন কিছু করবেন না বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচন নিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর টানাপড়েন চলছিল। এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি স্টেট কাউন্সেলর সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, এক বছর পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। তবে মিয়ানমারের সাধারণ মানুষ এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না। এ কারণে সাধারণ মানুষ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নেমেছে।
Leave a Reply