ডেক্স রিপোর্ট।- মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দাবী করেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপের মুখে সেনাপ্রধান এ কথা বলছেন। মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পাতায় সেনাপ্রধানের যে বক্তব্য প্রকাশিত হয় তাতে বলা হয়েছে, ‘বহু বার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। সে কারণেই আমরা এই পথ বেছে নিতে বাধ্য হলাম’। উল্লেখ্য, গেল বছর ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি(এনএলডি) বিপুল ভোটে জয়ী হলেও নির্বচিনে এনএলডি এর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ উঠে। যা নিয়ে সু চি-র সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপড়েন চলছিল।
Leave a Reply