বজ্রকথা ডেক্স।- ৩১ জানুয়ারী/২২ খ্রিঃ সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষনা করেছেন। এদিন আদালতে বিচারক ৩০০ পৃষ্ঠার রায পড়ে শোনান। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। দুপুর ২টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।
এদিন আদালত সিনহা মো. রাশেদ খান হত্যার মামলায় পরিদর্শক মো. লিয়াকত আলী (৩১) ও ওসি প্রদীপ কুমার দাশের (৪৮) মৃত্যুদন্ড দিয়েছেন। একই সঙ্গে আদালাত মামলার ৬ আসামিকে যাবজ্জীবন দন্ড দিয়েছেন।যাবজ্জীবন দন্ডপ্রপ্তরা হলেন- এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দীন।
এদিকে মামলায় এপিবিএন’র তিন সদস্যসহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব, মো. আব্দুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply