রংপুর থেকে সোহেল রশিদ।-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর সদর-৩ আসনের ১০, ১৩, ১৪ ও ২৭ নং ওয়ার্ডে বিএনপি ও স্থানীয় এলাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল এবং গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ১০ নং ওয়ার্ড পূর্ব গিলাবাড়ী এলাকায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যে ভরা রংপুর দীর্ঘদিন থেকে অবহেলিত বঞ্চিত অবস্থায় রয়েছে।
জাতীয় পার্টির নামক একটি রাজনৈতিক দল রংপুরের মানুষের ভাগ্য নিয়ে রংপুরে উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা রংপুরকে শোষণ করেছে শাসন করেছে কিন্তু কোন উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। এবার সময় এসেছে তাদের প্রতিহত করার। ব্যালটের মাধ্যমে জবাব দেবার। আমি বিশ্বাস করি রংপুরের মানুষ বদলে গেছে। তারা পরিবর্তন চায়। সেই পরিবর্তন ধানের শীষের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের দল মত নির্বিশেষে রংপুরের উন্নয়নের স্বার্থে, রংপুরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রংপুর সদর ৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, শাহিনুল ইসলাম শাহীন,ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,আব্দুস সালাম, মহসিন আলী, মহানগর বিএনপির সদস্য ও ১০ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দোহা সাজু, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন,
মহানগর মহিলা দল নেত্রী কানিজ ফাতিমা পারুল,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু,১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড সভাপতি ইভা মাসুম, সাধারণ সম্পাদক দিল মেরাজুল রিদু, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু,১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাবেক ছাত্রদল নেতা হারুন উর রশিদ সোহেল সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ এলাকায় গণসংযোগ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও নগরীর ২৭ নং ওয়ার্ডের বাবুপাড়া, খামারমোড় সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
Leave a Reply