রংপুর থেকে বজ্রকথা জেলা প্রতিনিধি।-ধর্মদাস কুঠিরপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সম্প্রদায়ের যুব মেয়েদের মধ্যে স্বাস্থ্য সামগ্রী, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ ছাড়াও এদিন বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও ঔষধী চারা রোপন ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
২৯ জুলাই মঙ্গলবার রংপুর নগরীর মডার্ন মোড় সংলগ্ন ধর্মদাস আদিবাসী বিদ্যালয়ে রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি ২০২৫-২০২৬ কমিটির আয়োজনে এ সকল কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারীয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান, সেক্রেটারী হাসনীন আক্তার এ্যানি, প্রাক্তন প্রেসিডেন্ট ডা. দেলোয়ার হোসেন, এ.কে.এস. শাহজাহান কবীর, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, ধর্মদাস কুঠিরপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ পাহাড়, উত্তম কুমার পাহাড় প্রমুখ।
সিনারজি প্রেসিডেন্ট মাহবুবুল আলম খান বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও অসহায় দুঃস্থ মানুষের কল্যাণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ও ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply